লক্ষ্মীপুরের রায়পুরে এক গৃহবধূর মরদেহ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (২ ডিসেম্বর) সকালে গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নিজ ঘরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।
নিহত সাথী আক্তার (২০) উপজেলার সোনাপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামরুলের (২৩) স্ত্রী।
স্থানীয়রা জানান, গত দুই মাস আগে পারিবারিক ভাবে সাথীকে বিয়ে করেন সোনাপুর গ্রামের সেলিমের ছেলে রাজমিস্ত্রি কামরুল। বিয়ের কয়েকদিন পর থেকে সাথীকে টাকার জন্য বেদম মারধর করতো। এতে অসহ্য হয়ে সাথীর বাবা কামরুলের বিরুদ্ধে তার অভিভাবকের কাছে অভিযোগ দিয়েও প্রতিকার পায়নি।
গতকাল সন্ধ্যায় স্বামী ও স্ত্রীর মধ্যে প্রচণ্ড-ঝগড়া হয়। পরে সাথী আত্মহত্যা করেছে বলে তার অভিভাবকদের খবর পাঠায় কামরুল।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, গৃহবধূ সাথী আক্তারের মরদেহ তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।