আলিয়াঞ্জ স্টেডিয়ামে নেমে ক্যারিয়ারের নতুন মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের সাড়ে ৭৫০তম গোল তুলে নিয়েছেন জুভেন্টাস মহাতারকা।
বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সাদাকালো শিবিরের প্রতিপক্ষ ছিল ডায়নামো কিয়েভ। ওই ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে রোনালদোর দল।
ম্যাচের ৫৭ মিনিটে একটি গোল তুলেন সিআর সেভেন। এছাড়া একটি করে গোল তুলেছেন ফেডেরিকো চেইসা ও আলভারো মোরাতা।
জুভেন্টাসের জার্সিতে পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ীর ৭৫তম গোল এটি।
দীর্ঘ ক্যারিয়ারে স্পোর্টিং সিপির হয়ে ৫, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ১১৮, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ ও পর্তুগাল জাতীয় দলের হয়ে গোল তুলেছেন ১০২টি।
‘জি’ গ্রুপে পাঁচ ম্যাচে সবকটিতে জয় তুলে শীর্ষে রয়েছে বার্সা। সমান ম্যাচে একটিতে হেরে ১২ পয়েন্ট তুলে দ্বিতীয় স্থানে রয়েছে জুভেন্টাস।