বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের শাহাজিবাজার আউটার এলাকায় তেলবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জের স্টেশন মাস্টার বিএম সাইফুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ জানায়, তেলবাহী ট্রেন চারটি বগি লাইনচ্যুত হওয়ার পর থেকেই দুটি বগি থেকে তেল পড়া শুরু হয়।  এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর দুইটায় আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।  তবে লাইনচ্যুত বগি উদ্ধারে কত সময় লাগতে পারে সংশ্লিষ্টরা এখনো এ ব্যাপারে কিছু জানাতে পারেননি।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, দুর্ঘটনায় বিপুল পরিমাণ তেলের ক্ষতি হয়েছে।  তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, তা তিনি বলতে পারছেন না।