ভবনের দেয়ালকে বিদ্যুতের পোল হিসাবে ব্যবহার করা হয়েছে। ১১ হাজার ভোল্টের তার টেনে সংযোগ দেয়া হয়েছে বাসার জানালার পাশ দিয়ে। কাণ্ডজ্ঞানহীন এমন সংযোগ দিয়েছে নর্দান ইলেক্টট্রিসিটি সাপ্লাই কোম্পানি, নেসকো।
নওগাঁ শহরে হাজিপাড়া মহল্লায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে রীতিমত আতংকে আছেন এলাকাবাসী। স্থানীয়দের আশংকা, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিদ্যুৎ বিভাগ বলছে, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
বিদ্যুতের পোল হিসাবে ভবনের দেয়ালকে ব্যবহার করে দুটি লোহার ক্লাম্প দিয়ে টানা হয়েছে ১১ হাজার ভোল্টের তার। টানা তার আবার জানালার দেয়ালের পাশ দিয়ে নেয়া হয়েছে অপর প্রান্তে । বিদ্যুতের পোলের কাজ করছে সদ্য নির্মাণ করা একটি দোতলা ভবনে।
ভয়ংকর ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ টানা হয়েছে নওগাঁ সদর উপজেলার হাজিপাড়া মহল্লার সৌদি প্রবাসী জাহিদুলের বাসার দেয়াল দিয়ে। স্থানীয়রা বলছেন, এতে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
বাসার মালিক প্রবাসী জাহিদুলের স্ত্রী দিলরুবা বেগমের অভিযোগ নিষেধ করার পরও বন্ধ করা যায়নি অবৈধ এ কাজ।
দ্রুত সরিয়ে নেয়াসহ বিষয়টির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন নওগাঁ নেসকো নির্বাহী প্রকৌশলী মো: মনির হোসেন।
সংশ্লিষ্ট দফতর জানায়, জেলায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে নেসকো।