শরীয়তপুর থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী এমভি শাহআলী-৪ লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতেরা।
লঞ্চটি আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে মেঘনা নদীর মান্দেরবাজার এলাকায় আসার পর আধা ঘণ্টা ধরে এ ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় লঞ্চে ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিল। চাঁদপুর নৌথানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ এ খবর নিশ্চিত করেছেন
এদিকে এ ঘটনার পর বিল্লাল হোসেন (৩৫) নামের এক ডাকাতকে যাত্রীরা আটক করে চাঁদপুর নৌপুলিশের কাছে সোপর্দ করলেও বাকি ডাকাতেরা পালিয়ে যায়। বিল্লালকে শরীয়তপুর সদর থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন এসআই রিয়াজ।লঞ্চে ডাকাতির ঘটনায় আটক বিল্লাল হোসেন।
লঞ্চের মালিক আক্তার হোসেন ও যাত্রীরা জানান, শরীয়তপুরের নড়িয়া ঘাট থেকে যাত্রীবাহী এমভি শাহআলী-৪ লঞ্চটি আজ সকাল ৮টার দিকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চটি সুরেশ্বর ঘাট হয়ে চাঁদপুরের দিকে যাওয়ার পথে মেঘনা নদীর মান্দেরবাজার এলাকায় আসার পর সকাল পৌনে ১০টার দিকে দুটি সি-বোর্ডে একদল ডাকাত লঞ্চটি ধীরে চালানোর জন্য বলে। পরে ১৭ থেকে ১৮ জনের একটি ডাকাতদল লঞ্চে উঠে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ অর্থ, স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে যায়।