মাঝ নদীতে মম-রাশেদের ‘মানবতা’

ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী জাকিয়া বারী মম ও রাশেদ সীমান্ত সম্প্রতি জুটি হয়ে ‘মানবতা’ নামের একটি একক নাটকে অভিনয় করেছেন। টিপু আলম মিলনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। এই নাটকের মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন মম ও রাশেদ।

নাটকে রাশেদ সীমান্তকে দেখা যাবে লঞ্চের সুপারভাইজারের চরিত্রে। অন্যদিকে, মম অভিনয় করেছেন একজন গাইনী ডাক্তারের ভূমিকায়।

এর গল্পে দেখা যাবে, সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে একটি যাত্রীবাহী লঞ্চ যাত্রা শুরু করে। লঞ্চের সুপারভাইজার খোকন হাওলাদার ঘুরে ঘুরে যাত্রীদের দেখভাল করেন। লঞ্চ কিছু সময় চলার পর মাঝ নদীতে হঠাৎ করে একজন গর্ভবতী মহিলার প্রসব বেদনা শুরু হয়। সে মহিলা তাকে এবং তার অনাগত সন্তানকে বাঁচানোর জন্য অনুনয় বিনয় করেন।

এই অবস্থায় মাঝ নদীতে খোকন কী করবে, বুঝে উঠতে পারে না। সে দ্রুত লঞ্চের মাইক থেকে ঘোষণা দেয়, লঞ্চে যাত্রীদের মধ্যে কোনও গাইনী ডাক্তার আছে কিনা। গর্ভবতী মহিলা এবং তার অনাগত সন্তানের কি হবে ভেবে যখন লঞ্চের সকল যাত্রী আতংকগ্রস্ত, ঠিক তখন ওই লঞ্চেরই যাত্রী ডাক্তার নুসরাত সাহায্যের হাত বাড়িয়ে দেয়। শুরু হয় নতুন যুদ্ধ।

এর পর কী হয়, তা দেখতে চোখ রাখতে হবে বৈশাখী টিভির পর্দায়। আগামী ২৭ ডিসেম্বর বেসরকারি এই চ্যানেলটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘মানবতা’ নাটকটি প্রচারিত হবে রাত ৮টায়। এখানে মম ও রাশেদ ছাড়াও অভিনয় করেছেন অলিউল হক রুমী, আইনুন পুতুল, নীলা আহমেদসহ অনেকে।

অভিনেতা রাশেদ সীমান্ত বলেন, ‘আমি বেছে বেছে কাজ করি। গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়ার জন্য অসংখ্য নাটকে কাজ করার পক্ষপাতী নই। ব্যতিক্রমী গল্প না হলে সাধারণত কাজ করি না। ‘মানবতা’ নাটকটি একেবারেই ব্যতিক্রম। অভিনয় করে প্রাণ পেয়েছি। বরাবরের মতো এ নাটকটিও দর্শকদের অনেক ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’