সোমবার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে পরিমাণ লেনদেন হয়েছে তা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া সব ধরনের সূচক ছিল ঊর্ধ্বমুখি। ঢাকা স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তা বেড়েছে।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৩৭ কোটি ৩৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৬০ কোটি ৩২ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৩০ টির, কমেছে ১৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০ টি শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৩৮ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৮৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৮৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১৭টির, কমেছে ৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৬৩ লাখ টাকা।