রাজধানীর হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ সেলিম মিয়া (৩৫), মোঃ আলামিন হোসেন ওরফে সজীব (২৩), মোঃ রফিকুল ইসলাম রনি ওরফে ডিস্কো রনি (২৫), মোঃ রবিন হোসেন (২৩), মোঃ সান্টু মিয়া (২১) ও মাসুদ রানা ওরফে ফজলুল হক (৪০)। তাদের কাছ থেকে ৬টি ছোরা উদ্ধার করা হয়।
তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহাদত হোসেন সুমা জানান, বুধবার সন্ধ্যায় মহানগর প্রজেক্ট এলাকায় কয়েকজনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি জানান, অভিযুক্তরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা হাতিরঝিল, গুলশান ও বাড্ডাসহ আশপাশের এলাকায় যাত্রীবেশে রাতে ঘোরাফেরা করে সুকৌশলে পথচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুট এবং সুযোগ বুঝে বাসা বাড়িতে ডাকাতি করত।