স্কুলব্যাগে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

সাভারের বিরুলিয়ায় অপহরণের একদিন পর ৬ বছরের শিশু মেহেদী হাসানের লাশ উদ্ধার করা হয়েছে। রাতেই শিশুটির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত সোমবার ছেলেকে বাসায় রেখে মা-বাবা দুজনই কর্মস্থলে যান। এরপর বাড়ি থেকে নিখোঁজ হয় মেহেদী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মোবাইল ফোনে ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এতে প্রতিবেশী জসিমকে সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়। প্রাথমিকভাবে অস্বীকার করলেও পরে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে সে।

তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের একটি বাগানে স্কুলব্যাগের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।