পিছিয়ে গেল প্রেসিডেন্টস কাপের ফাইনাল

বৈরি আবহাওয়ার কারণে বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনাল দুই দিন পিছিয়ে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৩ অক্টোবর) ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ফাইনালে মুখোমুখি হবে মাহমুদুল্লাহ একাদশ এবং নাজমুল একাদশ।

আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার বেলা দেড়টায় ম্যাচটি মাঠে গড়াবে।

এদিকে বুধবার সম্ভাবনা জাগিয়েও ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় তামিম একাদশের। বিসিবি প্রেসিডেন্টস কাপের লো স্কোরিং ম্যাচে তামিমদের বিপক্ষে ৭ রানের জয় পায় নাজমুল শান্ত একাদশ।

এদিকে ক্রিকেট অনুরাগিদের জন্য আছে সুখবর। এমনিতেই ফেসবুকে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে প্রেসিডেন্টস কাপের সব ম্যাচ দেখা যাচ্ছে। পাশাপাশি রিয়াদ বাহিনী আর শান্ত একাদশের ফাইনাল সরাসরি টেলিভিশেনেও দেখা যাবে। বাংলাদেশ টেলিভিশন প্রেসিডেন্টস কাপের ফাইনাল সরাসরি সম্প্রচার করবে। ক্রিকেট অনুরাগিরা ঘরে বসেই খেলাটি সরাসরি দেখতে পারবেন।