বরিশালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ আগস্ট) দিনগত রাত ১টার দিকে নগরীর বান্দরোড এলাকায় হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নগরীর ভাটিখানা এলাকার ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ হোসেন রুবেল (৩০) ও কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা ব্যবসায়ী উজ্জ্বল মাতুব্বর (৩৫)।
মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, আমতলার মোড় সংলগ্ন এলাকার বান্দ রোডে ঐ দুই যুবককে বহনকারী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।