উবার-পাঠাও চলছে

করোনাভাইরাসের মহামারি রোধে গণপরিবহন বন্ধ থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাইড শেয়ারিং কোম্পানিগুলোর পরিবহন সেবা বন্ধ ছিলো।

সরকারি বিধিনিষেধ শিথিল হওয়ার প্রেক্ষিতে আজ বুধবার (১১ আগস্ট) থেকে উবার-পাঠাওসহ বিভিন্ন রাইড শেয়ারিং কোম্পানির গাড়ি চলছে।

সকাল থেকেই রাইড শেয়ারিং কোম্পানি ‘উবার’-এর যথেষ্ট সংখ্যক যাত্রীবাহী পরিবহন চলাচল শুরু করেছে। স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে উবারের উবার এক্স, উবার মোটো, উবার প্রিমিয়াম এসব বিভিন্ন সার্ভিস শুরু হয়েছে সকাল থেকে।

এর আগে সরকারি বিধি অনুসারে, রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর সেবা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে আজ থেকে রাইড শেয়ারিং কোম্পানিগুলোর এনলিস্টমেন্ট সার্টিফিকেটপ্রাপ্ত মোটরযান চলাচল করতে পারছে বলে চালকরা জানিয়েছেন।