ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেলকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও অন্তত ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) বিকাল ৪টার দিকে কাউন্সিলরের নিজ কার্যালয় পাথুরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জনা যায়, বিকেল ৪ টার দিকে কাউন্সিলর সোহেল তার কার্যালয়ে বসে কাজ করছিলেন। এ সময় মুখোশ পরা একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা আরও অন্তত ৪ জন গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তবে ঘটনার কারণ এখনও জানা যায়নি।
প্রভাত নিউজ/ এবিএস