একটা ছবি। কত কথা বলে! ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করলে ছবিটার মর্মার্থ বেড়ে যাবে বহুগুণে।
বেঞ্চে সারি বেঁধে বসে আছেন বিশ্বজয়ী তারকা বেন স্টোকস, সাবেক নাম্বার ওয়ান টেস্ট অলরাউন্ডার জেসন হোল্ডার, অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস, ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজা, বিশ্বসেরা অলরাউন্ডার রশীদ খান, পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম কিংবা আফগান তারকা মোহাম্মদ নবীরা। আর এদের সবার সামনে সিংহাসনে বসে আছেন সাকিব আল হাসান! বাংলাদেশের ক্রিকেটের বরপুত্রের হাসি হাসি মুখের কথা মনোযোগী হয়ে শুনছেন বিশ্ব ক্রিকেটের দাপুটে অলরাউন্ডাররা!
ছবিটার ক্যাপশনে দেয়া কিং ইজ ব্যাক। অর্থাৎ রাজা ফিরেছেন। ফিরেছেন তার যথাযোগ্য সিংহাসনে। এতদিন যারা তার অনুপস্থিতিতে ক্রিকেটরাজ্যের অলরাউন্ডিং জোনে ছড়ি ঘুরিয়েছেন, তারা যেন রাজার আগমনে আবারো মেনে নিয়েছেন তার কর্তৃত্ব!
মজার ব্যাপার হলো, সাকিব আল হাসানের এমন ছবিটি প্রকাশ করেছে পাকিস্তানের একটি ফেইসবুক পেইজ! ক্রিকেট পাকিস্তান নামে এই পেইজটি যদিও দেশটির ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেইসবুক পেইজ নয়, এটি মূলত একটি ফ্যানপেইজ। তারপরও সেখানে একজন বাংলাদেশির এমন আধিপত্য মেনে নেয়াটা সাকিব আল হাসানেরই অর্জন বটে!
আইসিসির দেয়া এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গেল সপ্তাহে মুক্ত হয়েছেন সাকিব আল হাসান। চাইলে যে কোনো সময়ে নেমে পড়তে পারবেন মাঠে। টাইগার সমর্থকরা যেমন তাদের সেরা ক্রিকেটারটির অপেক্ষায়, তেমনি পুরো ক্রিকেট বিশ্বই অপেক্ষায়, তাদের অন্যতম সেরা জাদুকরের মোহনীয় পারফরম্যান্সে মুগ্ধ হতে।
ক্রিকেট পাকিস্তান নামের ওই পেইজে প্রকাশিত ছবিটাকে বিশ্ব ক্রিকেটের আকুতির প্রতীক হিসেবেই ধরে নেয়া যাক না!