বিকেলে ইসির সঙ্গে বিএনপির বৈঠক

আসন্ন ঢাকা -১৮ সংসদীয় আসনে উপ-নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের সংগে বৈঠক করবে বিএনপি। 

বুধবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় চার সদস্যের বিএনপি প্রতিনিধি দল ইসির সঙ্গে এ বৈঠক করবেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ঢাকা -১৮ আসন উপ-নির্বাচন পরিচালনা কমিটি প্রধান সমন্বয়ক ও সদস্য চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ঢাকা -১৮ উপ-নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম এবং ঢাকা -১৮ সংসদীয় আসনে বিএনপি ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর। 

ইসি সুত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ অন্যান্য নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব বৈঠকে উপস্থিত থাকবেন।