ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেসে নারীর লাশ

ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেসবন্দি এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১০ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার গঙ্গাশ্রম এলাকায় একটি কালভার্টের নিচে লাশটি পাওয়া যায়।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলা গঙ্গাশ্রম এলাকায় জোড়া কালভার্টের নিচে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল পৌঁছে ব্রিফকেস উদ্ধার করে এবং ভেতরে কঙ্কালসার ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক নারীর লাশ পাওয়া যায়। ব্রিফকেসের ভেতর পাঁচটি ইট ছিল যাতে লেখা রয়েছে ‘বিএসএম’।

খোঁজ নিয়ে জেনেছি এই নামে তিন থানায় কোনও ব্রিকফিল্ড নেই। ধারণা করা হচ্ছে অন্য কোথাও ঘটনা ঘটিয়ে এখানে লাশটি ফেলে রাখা হয়েছে। লাশে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে গলায় দাগ রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়নাতদেন্তের পর বিস্তারিত জানা যাবে। নিহতের পরিচয় ও হত্যার রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডি ক্রাইম সিন টিম কাজ করছে বলেও জানান তিনি।