“মাস্ক নাই সেবা নাই, এই মূহুর্তের ভ্যাক্সিন মাস্ক দিয়ে নাক মুখ ঢেকে নিন” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্লোগানকে ধারন করে বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতি মাস্ক বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে । এ্যালিফ্যান্ট রোডের গাউছিয়া মার্কেটের সামনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মোঃ জহিরুল হক ভূঁইয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে পুলিশ মহাপরিদর্শক উপস্থিত হওয়ার কথা থাকলেও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিন ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি কামরুল হাসান করোনা পজিটিভ হওয়াতে অনুষ্ঠানে আসেননি। এসময় বক্তারা করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে জনসচেতনতা তৈরির জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রধান করেন। বিভিন্ন মার্কেটে মাস্ক বিহীন কাউকে সেবা না দেয়ার নির্দেশ দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিন দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক ও এফবিসিসিআই পরিচালক হাফেজ হারুন সিআইপি, ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতির সহসভাপতি ও যুবলীগ নেতা আহমেদ উল্লাহ মধু বাংলাদেশ দোকান মালিক সমিতির সহসভাপতি সারোয়ার উদ্দিন খান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সহসভাপতি শামীমুর রহমান শামীম,ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হাসান প্রমূখ।

সভা শেষে ঘোড়ার গাড়ী নিয়ে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ঢাকা মহানগর দক্ষিনের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন।