চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানবোঝাই একটি ট্রলি উল্টে সাতজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো পাঁচজন।
উপজেলার সোনামসজিদ এলাকার বারেকবাজারে আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে কারো নাম জানা যায়নি।
আজ সকালে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গেছে। আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।