দলের পারফরম্যান্সে ভীষণ খুশি চট্টগ্রাম অধিনায়ক মিঠুন

খুলনা জেমকন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ দলের পারফরম্যান্সে যেমন হতাশ, ঠিক উল্টোপথে নিজের দল নিয়ে তেমনই খুশি গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

দল মাঠে ভালো খেলছে। পর পর দুই ম্যাচে শক্তিশালী দুই দল ঢাকা (৮৮) ও খুলনাকে (৮৬) ৮০‘র ঘরে অলআউট হরে দুটিতেই ৯ উইকেটের জয়ে আকাশে উড়ছে চট্টগ্রাম। অধিনায়ক মিঠুনের মনে তাই খুশির ফলগুধারা।

মিঠুন বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। দল হিসেবে আমরা যেভাবে খেলছি, সেটা খুবই আনন্দের। আমি খুব খুশি সব বোলাররা করে দিচ্ছে। দুই ম্যাচেই আমাদের মাত্র তিনজন ব্যাটসম্যান ব্যাটিং করেছে। তারা তাদের কাজটা করেছে ঠিকভাবে।’

চট্টগ্রাম অধিনায়ক যোগ করেন, ‘সবাই ভালো অবস্থানে আছে। তারা সবাই তাদের কাজটা জানে। আমি বিশ্বাস করি যখন সময় আসবে, তখন তারা তাদের কাজটা করবে।’

কাউকে এককভাবে প্রশংসা করার বিপক্ষে মিঠুন। তার কথা, ‘আমি এটা আগেও বলেছি কোনো একজন খেলোয়াড় আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমার কাছে সবার আগে দল। আমি সেভাবেই সব করছি। সবাইকে উৎসাহ দেয়ার চেষ্টা করছি।’