গুঞ্জন উড়িয়ে সিনেমা হলে আসছেন বিজয়

ভারতের তামিল তারকা বিজয় অভিনীত ‘মাস্টার’ সিনেমা মুক্তি নিয়ে নানা গুঞ্জন চলেছে এতদিন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছিল, এ সিনেমা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। অবশেষে সেই গুঞ্জনের অবসান হলো। নির্মাতারা আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ওটিটি রিলিজ নিয়ে গুঞ্জন থামালেন।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, বিবৃতিতে সিনেমাটির প্রযোজক জাভিয়ের ব্রিটো জানিয়েছেন, একটি প্রতিনিধিত্বশীল ওটিটি প্ল্যাটফর্ম তাদের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান তাঁরা। ‘মাস্টার’ টিমের এই আনুষ্ঠানিক বিবৃতির পর বিজয়ের ভক্তদের মাঝে স্বস্তি ফিরেছে। ভক্তদের বিশাল অংশ চেয়েছিলেন, থালাপথি বিজয়ের ‘মাস্টার’ থিয়েটারে মুক্তি পাক।

বিবৃতিতে বলা হয়েছে, “যদিও আমরা এখনো মহামারির সঙ্গে যুদ্ধ করছি; আশা করি, আপনারা সবাই নিরাপদে ও ভালো আছেন। আমরা বুঝতে পারছি এবং অনুভব করতে পারছি সেসব দর্শকের কথা, যাঁরা প্রেক্ষাগৃহে ‘মাস্টার’ সিনেমা উদযাপন করতে উন্মুখ। আপনাদের মতো আমরাও সেই বড় দিনটির জন্য অপেক্ষা করছি। বেশ কিছুদিন ধরে নানা গুঞ্জন চলছে, আমরা সেটি স্পষ্ট করতে চাই।”

বিবৃতিতে আরো বলা হয়, ‘যদিও আমরা একটি স্বনামখ্যাত ওটিটি সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলাম, আমরা প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাইছি, যেটি চলমান সংকট উত্তরণে ইন্ডাস্ট্রির জন্য জরুরি। আমাদের পাশে থাকার জন্য প্রেক্ষাগৃহের মালিকদের অনুরোধ করছি, যাতে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিকে তাঁরা সহায়তা করেন। আশা করি, সুখবর নিয়ে শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে। নিরাপদে থাকুন।’

বহুল প্রতীক্ষিত ‘মাস্টার’ সিনেমায় প্রথমবারের মতো নির্মাতা লোকেশ কানগরাজের সঙ্গে কাজ করেছেন থালাপথি বিজয়। এ সিনেমায় বিজয়ের নায়িকা মালবিকা মোহনন। প্রধান খলনায়কের চরিত্রে বিজয় সেতুপতি। সিনেমার গানের সুর করেছেন অনিরুধ রবিচন্দ্র। সিনেমাটি প্রযোজনা করেছে এক্সবি ক্রিয়েশনস।