দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের

সিরিজের ২য় টি-টোয়েন্টিতেও জয় তুলে নিলো ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে হারালো ৪ উইকেটে। ফলে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ ২-০ তে জিতে নিলো থ্রি লায়নরা। 

শুরুতে টস হেরে ব্যাট করে ৬ উইকেটে ১৪৬ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে, এক বল আর ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড।  

বোলান্ড পার্কে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানে বাভুমাকে হারায় দক্ষিণ আফ্রিকা। ১৩ রান করে ফেরেন তিনি। ৩০ রান করা ওপেনার ডি কক ফেরেন দলীয় ৪৮ রানে। 

এরপর হেন্ডরিক্স ১৬ রান ও ডু প্লেসি ১১ রান করে সাজঘরে ফিরে যান। দলীয় স্কোরবোর্ডে তখন মাত্র ৬৫ রান। 

কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ভ্যান ডার ডুসেন। শেষপর্যন্ত তার অপরাজিত ২৫ ও লিন্ডের ২৯ রানের সুবাদে ৬ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। 

জবাবে ইংল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। দলীয় ২৫ রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার জেসন রয়। এরপর ২২ রান করে রয়ের পথ ধরেন বাটলার। 

তবে, একপাশ আগলে ব্যাট করতে থাকেন ডাওয়িড মালান। তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক ইয়ন মরগ্যান। শেষপর্যন্ত মালানের ৫৫ ও মরগ্যানের অপরাজিত ২৬ রানে চড়ে, ৪ উইকেট বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় ইংল্যান্ড। 

এর ফলে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল ইংলিশরা।