এবার টি-টোয়েন্টির লড়াইয়ে ভারত-অস্ট্রেলিয়া

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচ জিতে হারানো মনোবল ফিরে পান কোহলিরা। এই আত্মবিশ্বাস টি-টোয়েন্টি সিরিজে ধরে রাখতে চায় ভারত। আর অস্ট্রেলিয়া ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজও জিততে আশাবাদী।

ক্যানবেরাতে আগামীকাল শুক্রবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

ভারতের বিপক্ষে দাপট দেখিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। প্রথম দুই ওয়ানেডেতে অধিনায়ক অ্যারন ফিঞ্চ,  স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং দৃঢ়তায় যথাক্রমে ৩৭৪ ও ৩৮৯ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। দুই ম্যাচেই সেঞ্চুরি করেছেন সাবেক অধিনায়ক স্মিথ।

প্রথম ওয়ানডেতে ১০৫ ও দ্বিতীয়টিতে ১০৪ রান করেন স্মিথ। প্রথম ম্যাচে সেঞ্চুরিসহ ১১৪ রান করেন ফিঞ্চ। ব্যাট হাতে চমক দেখিয়েছেন হার্ড-হিটার ম্যাক্সওয়েলও। দুই ওয়ানডেতে যথাক্রমে ১৯ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৪৫ এবং ২৯ বলে চারটি করে বাউন্ডারি ও ছক্কায় ৬৩ রান করেন ম্যাক্সওয়েল।

তাই স্মিথ, ফিঞ্চ ও ম্যাক্সওয়েলের সঙ্গে ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেনের ব্যাটিং দৃঢ়তায় ভারতের বিপক্ষে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।

প্রথম দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের মুখে পড়ে ভারত। সেই সঙ্গে বিশ্বকাপ সুপার লিগে নিজেদের প্রথম সিরিজ থেকে কোনো পয়েন্ট না পাওয়ার শঙ্কায় পড়ে ভারত। তবে তা হতে দেয়নি ভারত। সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারায় উপমহাদেশের দলটি।

প্রথমে ব্যাট করে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার জোড়া হাফসেঞ্চুরিতে পাঁচ উইকেটে ৩০২ রান করে ভারত। জবাবে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ২৮৯ রানে আটকে দেয় ভারত। হার্দিক ৭৬ বলে অপরাজিত ৯২ রান করে ম্যাচসেরা হন। ৫০ বলে ৬৬ রান করেন জাদেজা। বল হাতে ভারতের শারদুল তিনটি, নটরাজন ও জসপ্রিত বুমরাহ দুটি করে উইকেট নেন। এই জয়ে বিশ্বকাপ সুপার লিগে প্রথম পয়েন্টের মুখ দেখল ভারত।

ছয় ম্যাচে চার জয় ও দুই হারে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে অস্ট্রেলিয়া। ছয় ম্যাচে তিনটি করে জয় ও হারে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড।

শেষ ওয়ানডের জয় টি-টোয়েন্টিতে কাজে লাগবে বলে জানান ভারতের অধিনায়ক কোহলি, ‘অস্ট্রেলিয়ায় সব সময় কঠিন ক্রিকেট খেলতে হয়। ওয়ানডে সিরিজ হারলেও সমর্থকদের বোঝাতে চেয়েছি আমাদের মধ্যে জেতার ক্ষুধা রয়েছে। শেষ ম্যাচটি জিততে পারায় আমরা সবাই খুশি। এই জয় টি-টোয়েন্টিতে ভালো খেলতে সহায়তা করবে।’

টি-টোয়েন্টি সিরিজ জয়ে আশাবাদী স্মিথ বলেন, ‘সিরিজের শেষ ম্যাচে দারুণ লড়াই হয়েছে। ভারত ভালো করেছে। আমাদের ব্যাটসম্যানদের আরো ভালো খেলার প্রয়োজন ছিল। তবে ওয়ানডে সিরিজ জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এই জয় টি-টোয়েন্টি সিরিজে সহায়ক হবে। এই ফরম্যাটেও ভালো খেলতে আমরা মুখিয়ে আছি।’

২০১৯ সালে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে দুই ম্যাচের সিরিজটি জিতেছিল স্বাগতিকরা। আর ২০১৬ সালে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল ভারত।

করোনার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলে ভারত। পাঁচ ম্যাচের সিরিজ ৫-০ ব্যবধানে জিতেছিল ভারত। আর গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারে অসিরা।

ভারত : বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, মাণীষ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদীপ সাইনি ও শার্দুল ঠাকুর।

অস্ট্রেলিয়া : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স, সিন অ্যাবট, অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, মইসেস হেনরিকস, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল সামস, ডি’আর্চি শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কুস স্টোয়িনিস, অ্যান্ড্রু তাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।