২০২১ সালে বলিউডের ‘এক নম্বর নায়ক’ হবেন অক্ষয়

বলিউড ‘ভাইজান’ সালমান খান ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বক্স অফিসে রাজত্ব করছেন। এই সময়ে সালমানের ১৫টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রতিটি সিনেমার ভারতে আয় ছিল ১০০ কোটি রুপি বা তার বেশি। আর এর মধ্যে ‘টাইগার থ্রি’ ৩০০ কোটি রুপি আয় করে সাড়া ফেলেছিল। তবে আগামী বছরে এই রাজত্ব হারাতে বসেছেন বলিউড ভাইজান। তাঁকে পেছনে ফেলে ২০২১ সালে বলিউডের এক নম্বর তারকা হতে যাচ্ছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার।

বাণিজ্য বিশ্লেষকের বরাতে এমন খবর প্রকাশ করেছে বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামা। প্রতিবেদনে তারা জানিয়েছে, ২০২১ সালে অক্ষয় কুমারের মুক্তির তালিকায় আছে সর্বমোট আটটি সিনেমা। অন্যদিকে একই সময়ে সালমান খানের ‘রাধে’ ও ‘অন্তিম’ শিরোনামে মাত্র দুটি সিনেমা আসবে। অক্ষয়ের মুক্তির তালিকায় আছে ‘সূর্যবংশী’, ‘আতরাঙ্গি রে’, ‘বেল বটম’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’-এর মতো সিনেমা। যার প্রতিটি সিনেমা কমপক্ষে ১০০ কোটি রুপি আয় করতে সক্ষম।

অন্যদিকে বাণিজ্য বিশ্লেষকেরা মনে করছেন অক্ষয়ের ‘সূর্যবংশী’ ও ‘পৃথ্বীরাজ’ সিনেমা ২০০ কোটির বেশি আয় করতে পারে। এমনটি হয়ে থাকলে শুধু এই পাঁচ সিনেমা দিয়েই বছরে ৭০০ থেকে ৮০০ কোটি রুপি আয় করা নায়ক হতে যাচ্ছেন অক্ষয়; যা ভারতের সর্বকালের সেরা বক্স অফিসের সংখ্যাগুলোর একটি।   

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, ২০১৯ সালে অক্ষয়ের মুক্তি পাওয়া চার সিনেমা দিয়ে বক্স অফিস আয় করেছিল ৭৫৭ কোটি রুপি। অন্যদিকে বক্স অফিসে ২০২০ সালে সালমানের পরের অবস্থানে আছেন অক্ষয়। 

ফলে ২০২১ সালেই শীর্ষ স্থান হারাবেন সালমান খান। আর অক্ষয় মোট আয়ের দিক থেকে বলিউডের এক নম্বর নায়ক হয়ে উঠবেন।