বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা গেলো মাসেই মালদ্বীপ গিয়েছিলেন ছুটি কাটাতে। এখনও সেই আমেজ যেন কাটেনি তার। এবার শেয়ার করলেন পুরোনো ছবিই। ছবিতে দেখা যাচ্ছে, পরনে কালো সুইমস্যুট নায়িকার।
ছবিতে দেখা যাচ্ছে, জলে ভেসে মালদ্বীপের ঘন নীল সমুদ্র উপভোগ করছেন সোনাক্ষী সিনহা। ইনস্টাগ্রামে নিজের এই ছবি শেয়ার করে লিখেছেন, সোনা জল কী রানি হ্যায়, জীবন উসকা পানি হ্যায়।
সেখানে বেড়াতে গিয়ে সোনাক্ষী সিনহা নিজের স্কুবা ডাইভিং-এর ছবি এবং ভিডিও শেয়ার করে লিখেছিলেন, আমি এখন একজন অনুমতিপ্রাপ্ত স্কুবা ডাইভার। অনেকদিনের স্বপ্নপূরণ হয়েছে। সমুদ্রের প্রতি আমার ভালোবাসার শুরু সেই যখন প্রথম স্নর্কেলিং করেছিলাম, তখন থেকে। আর সেই থেকেই চেয়েছিলাম স্কুবা ডাইভার হবোই।

মালদ্বীপের ‘ওশিয়ানিক ওয়ার্ল্ড’ কে অসংখ্য ধন্যবাদ যে তারা আমার জন্য মুহাম্মদের মতো প্রশিক্ষক দিয়েছেন। এর থেকে ভালো আর কারও কাছে আমি শিখতে পারতাম না।