সালমান খানের ‘অন্তিম’ লুক প্রকাশ

পুলিশ চরিত্র বলিউডে তুমুল জনপ্রিয়। সেই জনপ্রিয়তায় ‘দাবাং’ খ্যাত পুলিশ বলিউড ভাইজান সালমান খান। ফের পুলিশ চরিত্রে দেখা যাবে এ সুপারস্টারকে। এবার শিখ পুলিশের চরিত্রে। এ সিনেমায় সালমানের লুক দেখার জন্য উদগ্রীব ছিল তাঁর ভক্তকুল। অবশেষে সেই লুক প্রকাশ হলো।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সালমান খান ও তাঁর ভগ্নিপতি আয়ুশ শর্মা অভিনীত ‘অন্তিম—দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এ সিনেমায় শক্তিশালী ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। সিনেমাটি মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ অবলম্বনে, যেটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। সিনেমাটির গল্প ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

ইনস্টাগ্রামে আয়ুশ শর্মা একটি ভিডিও প্রকাশ করেছেন, সেখানেই সালমান খানের প্রথম ঝলক প্রকাশ হয়েছে। আর সালমানের লুক অন্তর্জালবাসীর মন জয় করেছে।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, সালমান খান গেল ৬ ডিসেম্বর মুম্বাইয়ের ফিল্ম সিটিতে শুটিংয়ে অংশ নিয়েছেন মহেশ মাঞ্জরেকারের ‘অন্তিম’ সিনেমায়। যেখানে তিনি ‘শিখ পুলিশ’ চরিত্রে অভিনয় করেছেন, সেখানে সালমানকে দেখা যাবে বড় দাড়িতে।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সালমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মা। সিনেমাটির শুটিং শুরু হয়েছে ১৬ নভেম্বর। সিনেমাটিতে গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে অভিনেতা নিকিতিন ধীরকে। তিনি সিনেমাটির অ্যাকশন সিক্যুয়েন্সে অংশ নিয়েছেন ২০ দিন। জানুয়ারিতে সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে আবার অংশ নেবেন সালমান। সব ঠিক থাকলে ‘অন্তিম’ হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং ওড়িয়াসহ পাঁচটি ভিন্ন ভাষায় মুক্তি পাবে।