মা হারালেন চিত্রনায়ক নিরব। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মা নূরজাহান আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। বিষয়টি জানিয়েছেন পরিচালক সাইফ চন্দন ও নিরবের পরিবারের এক সদস্য।
জানা গেছে, নূরজাহান আলম কিডনি ও হৃদযন্ত্রের রোগ ভুগছিলেন। তার দুটো কিডনিই অকেজো ছিল। তাই নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো। তবে তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘আজকে আন্টির ডায়ালাইসিস করার তারিখ ছিল। তবে রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তিনি পূর্ব কাফরুলের বাসায় ছিলেন।
এদিকে, মরদেহ নিয়ে নিরব ইতোমধ্যে গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায় রওনা দিয়েছেন। সেখানে জানাজা শেষে সন্ধ্যায় বসন্তপুর গ্রামের তাদের পারিবারিক কবরস্থানে নূরজাহান আলমকে দাফন করা হবে।