আইটেম গানে একসঙ্গে নাচবেন বাবা-ছেলে

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী। তার পরবর্তী সিনেমা ‘আচার্য’। সিনেমাটির একটি আইটেম গানে ছেলে রাম চরণের সঙ্গে নাচবেন এই অভিনেতা।

‘আচার্য’ সিনেমাটি পরিচালনা করছেন কোরাতলা শিবা। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানান, বাবা-ছেলেকে নিয়ে একটি মসলাদার গানের পরিকল্পনা করেছেন নির্মাতা। এই গান কম্পোজ করছেন মনি শর্মা।

সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন রাম চরণ। তিনি সুস্থ হলে এই গানের শুটিং শুরু হবে। এছাড়া সিনেমাটির শুটিংয়ের জন্য ৩০ দিনের শিডিউল নির্ধারণ করেছেন তিনি। জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে এই গানের শুটিংয়ের পরিকল্পনা করছেন নির্মাতা।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জীবী। শুরুতে শোনা যায়, এতে অতিথি চরিত্রে দেখা যাবে রাম চরণকে। তবে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে কোরাতলা শিবা জানান, এই অভিনেতাকে পূর্ণাঙ্গ চরিত্রেই দেখা যাবে। ‘আচার্য’ সিনেমার সেটে গিয়েছিলেন রাম চরণ। সেখানে ক্রুদের সঙ্গে চা খেয়েছেন তিনি। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি ভাইরাল হয়।

সিনেমাটিতে চিরঞ্জীবীর বিপরীতে অভিনয় করছেন কাজল আগরওয়াল। এতে রাম চরণের বিপরীতে কে থাকছেন তা এখনো জানা যায়নি। তবে খুব শিগগির এর ঘোষণা দিবেন নির্মাতা।