জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিব হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের পেছ‌নের সি‌টে বসা মানিক হোসেন (৩১) নামের আরেক যুবক গুরুতর আহত হন।

উপজেলার শিমুলতলী এলাকার জিয়ার মোড় নামক স্থানে জয়পুরহাট-‌হি‌লি সড়‌কে গতকাল সোমবার সন্ধ‌্যার দিকে এ দুর্ঘটনা‌ ঘটে।

নিহত আশিব হোসেন বগুড়ার উপশহরের মৃত গোলাম রব্বানীর ছেলে এবং আহত মানিক হোসেন একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, গতকাল সোমবার বিকেলে আশিব ও মানিক মোটরসাইকেলে করে দিনাজপু‌রের হিলি বাজারে যাচ্ছিলেন। পথে শিমুলতলী এলাকার জিয়ার মোড় নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আশিব হোসেনের মৃত্যু হয়। এ ছাড়া আহত হন মানিক হোসেন। পরে আহত মানিককে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক ব‌লে জানা গে‌ছে।