টাঙ্গাইলে ব্রিজ ভেঙে ট্রাক নদীতে

টাঙ্গাইলের বাসাইল সড়কের লাঙ্গুলিয়ায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে পড়ে গেছে। এ দুর্ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন। জেলা শহরের সাথে দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষজন।

সোমবার (১২ অক্টোবর) সকালে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে বাসাইল থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক বাসাইল উপজেলার লাঙ্গুলীয়া নদীর বেইলী ব্রিজের উপরে উঠলে সেটি ভেঙে নিচে পড়ে যায়।

এ সময় ট্রাক চালক আটকা পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আটকাপড়া ট্রাক চালককে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ দুর্ঘটনায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। এদিকে এই সড়ক দিয়ে সখিপুর ও বাসাইল উপজেলার মানুষের জেলা শহরে যাওয়ার একমাত্র রাস্তা হওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রায় দুই উপজেলার লাখ লাখ মানুষ এটি ব্যবহার করেন প্রতিদিন। দ্রুত ব্রিজ সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।