ডিএসইতে লেনদেন কমেছে ৯৬৯ কোটি টাকার বেশি

দেশের পুঁজিবাজারে বুধবার (৬ জানুয়ারি) সূচক ছিল ঊর্ধ্বমুখী। তবে লেনদেনে বড় ধরনের হোচট লেগেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ৯৬৯ কোটি টাকার বেশি কমেছে। একই সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও  ইউনিট দর।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭২ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৭ কোটি ৪৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ টাকা। এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে ৯৬৯ কোটি ৩৬ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৬১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২০টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৯৪ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২৩ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮২৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৯৫টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ১০৮ কোটি ৮৬ লাখ টাকা।