গাজীপুরে শ্রমিক বিক্ষোভ সড়ক অবরোধে চরম ভোগান্তি

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর সাইবোর্ড এলাকায় বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করে রেখেছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে ইস্ট ওয়েস্ট লি: নামক কারখানার শ্রমিকরা ওই এলাকার ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে ওই সড়কে সাড়ে তিন ঘন্টা যাবত টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।

বিক্ষোভকারী শ্রমিকরা জানায়, গত বছরের নভেম্বর মাসের অর্ধেক এবং ডিসেম্বর মাসের পুরো বেতন আজ বৃহস্পতিবার দেয়ার কথা ছিলো। কিন্তু কর্তৃপক্ষ তা না দিয়ে বিভিন্ন রকম টালবাহান করছে। বেতন বকেয়া পড়াতে ঘর ভাড়া এবং বাকি দোকানে টাকা না দিতে পেরে শ্রমিকদের পরিবার নিয়ে চলা দুর্বিসহ হয়ে পড়েছে। তাই বকেয়া বেতনের দাবিতে তারা বিক্ষোভ করছে। বকেয়া বেতন না দেয়া পর্যন্ত বিক্ষোভ চালানোর কথা জানায় শ্রমিকরা।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, নগরীর সাইবোর্ড এলাকার ইস্ট ওয়েস্ট লি: কারখানার কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে এবং বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধে যানজটে ওই রোডে চলাচলকারী যাত্রীদের ভোগান্তি হচ্ছে। শ্রমিকদেরও বুঝিয়ে রাস্তা অবরোধ তুলে নেয়ার চেষ্টা চলানো হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, শ্রমিকদের সড়ক ঢাকা-ময়মনসিংহ অবরোধে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে ভোগড়া বাইপাস এবং টঙ্গী স্টেশন রোড থেকে ডাইভারসন করা হয়েছে। শ্রমিকদের সাথে আলোচনা করে ওই সড়ক স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।