রায়হানের মায়ের অনশন ভাঙালেন মেয়র আরিফ

সিলেটে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদের মা সালমা বেগমের অনশন ভাঙালেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। রোববার বিকাল পৌনে ৫টার দিকে রায়হানের মাকে সান্ত্বনা দিয়ে জুস পান করিয়ে অনশন ভাঙান তিনি।

সকাল সাড়ে ১১টায় আমরণ অনশনে বসেন রায়হানের মা সালমা বেগম। তিনি বলেন, দুজন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত এখনও ধরা-ছোঁয়ার বাইরে। জড়িত সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত কর্মসূচি চালাবেন বলেও জানান তিনি।

এদিকে, রায়হান হত্যার বিচারের দাবিতে বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ করেছে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি। বিক্ষোভ শেষে বন্দরবাজার ফাঁড়ির সামনে রায়হানের মায়ের আমরণ অনশন কর্মসূচির সাথে একাত্মতা জানান ব্যবসায়ী নেতারা।