লকড প্রোফাইল কীভাবে দেখবেন?

সুরক্ষার স্বার্থে অনেকেই ফেসবুক প্রোফাইল লকড করে রাখে। কিন্তু সেই লকড প্রোফাইল থেকে বন্ধুতের আবেদন আসলে মানুষটির সম্পর্কে না জেনে আবেদন গ্রহণ করার বিষয়টা অনেকের কাছেই বিরক্তির। তবে কি জানেন, লকড প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলেও আপনি একটি উপায় জানতে পারেন আবেদনকারী সম্পর্কে।

প্রোফাইলের সুরক্ষার (Profile Security) কথা ভেবেই লকড প্রোফাইল ফিচার এনেছে ফেসবুক। ফলে নিজের বন্ধু ছাড়া অন্য কেউ আপনার প্রোফাইলের খুঁটিনাটি দেখতেই পারবে না।

কিন্তু সমস্যার সৃষ্টি হয়, যখন এমন কোনো অ্যাকাউন্ট থেকে আপনি বন্ধুত্বের রিকোয়েস্ট (Friend Request) পান। ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করা নিয়ে রীতিমতো ধন্দে পড়েন ব্যবহারকারীরা। তবে মুশকিল আসান হবে সহজেই।

লকড প্রোফাইল দেখার পদ্ধতি

ল্যাপটপ বা ডেস্কটপে ফেসবুক খুলে লকড প্রোফাইলটিতে যেতে হবে। এরপর প্রোফাইল পিকচারে রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেসে (Copy Image Address) ক্লিক করে তা কপি করে নিতে হবে। ব্রাউজারে নতুন উইন্ডো খুলে সেখানে কপি করা URL পেস্ট করতে হবে। এর ফলে সহজেই প্রোফাইল পিকচার দেখে নিতে পারবেন

এই পদ্ধতি ছাড়াও লকড প্রফাইল দেখার জন্য প্রোফাইল থেকে ইউজারনেম নিয়ে ‘http://graph.facebook.com/username/userid/picture?width=2000&height=2000’ এই লিঙ্কে গিয়ে ইউজারনেমের জায়গায় নাম লিখলেই প্রোফাইল পিকচার দেখতে পেয়ে যাবেন আপনিও।