হলে আসছে ‘ইন্দু কি জওয়ানি’, জেনে নিন মুক্তির তারিখ

বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে প্রায় ছয় মাস ভারতে সিনেমা হলগুলো বন্ধ রয়েছে। ফলে, মধ্য-মার্চ থেকে প্রযোজকেরা ছোট, মাঝারি, এমনকি বড় বাজেটের সিনেমাগুলোও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিতে বাধ্য হয়েছেন।

তবে ‘সুরজ পে মঙ্গল পে ভারি’ নির্মাতারা এবারের দীপাবলিতে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নেন এবং বক্স অফিসে ভালোই ব্যবসা করে। বলিউড হাঙ্গামার খবর, এবার ‘ইন্দু কি জওয়ানি’ মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সিনেমায় কিয়ারা আদভানি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২০ ডিসেম্বর। ভারতে লকডাউনের পর এটি দ্বিতীয় সিনেমা, যা হলে মুক্তি পেতে যাচ্ছে। প্রেক্ষাগৃহগুলোতে আসনসংখ্যা অর্ধেক করা হবে, অর্থাৎ একটি হলে ১০০টি আসন থাকলে সেই হলের টিকেট বিক্রি করা যাবে ৫০টি।

‘ইন্দু কি জওয়ানি’ সিনেমায় কিয়ারা আদভানি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন আদিত্য সিল ও মল্লিকা দুয়া। সিনেমাটি পরিচালনা করেছেন আবির সেনগুপ্ত। প্রযোজনা করেছেন মনীষা আদভানি, মধু ভোজওয়ানি, নিখিল আদভানি, ভূষণ কুমার, দিব্য খোসলা কুমার, কৃষাণ কুমার, নিরঞ্জন আয়ঙ্গার ও রায়ান স্টেফেন।

কিয়ারা আদভানিকে সবশেষ ‘লক্ষ্মী’ সিনেমায় দেখা গেছে। অক্ষয় কুমার এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া এ সিনেমা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।