দেড় যুগ আগে বিরোধীদলীয় নেতা থাকাকালে সাতক্ষীরায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলা বাতিল চেয়ে এক আসামির করা আবেদনের ওপর আগামীকাল মঙ্গলবার আদেশ দেবেন আপিল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আপিল আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির সাংবাদিকদের বলেন, ‘এ মামলাটি দীর্ঘায়িত করার জন্য বারবার আবেদন করা হচ্ছে। তারই অংশ হিসেবে এই আপিল হয়েছে। আশা করছি আসামিপক্ষের করা আপিলটি খারিজ হবে। আর খারিজ হলে মামলা চলতে বাধা থাকবে না।’
মামলায় বলা হয়, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০০২ সালে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখে ফেরার পথে উপজেলায় বিএনপির অফিসের সামনে শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। সে সময় শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়; বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
এই ঘটনায় সে সময় পুলিশ মামলা নেয়নি। কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন বাদী হয়ে উপজেলা যুবদলের সভাপতি আশরাফ হোসেনসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭০-৭৫ জনের নামে আদালতে মামলা করেন। পরে হাইকোর্টের নির্দেশে এক যুগ পর ২০১৪ সালের ১৫ অক্টোবর কলারোয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়।
২০১৫ সালের ১৭ মে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের নাম উল্লেখ করে ৩০ জনকে সাক্ষী করে সম্পূরক অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা শেখ সফিকুর ইসলাম।
২০১৭ সালে মামলার বিচার শুরু হলে ঘটনার সময় আসামি রাকিবুর রহমানের বয়স ১০ বছর ছিল উল্লেখ করে হাইকোর্টে মামলা বাতিলে আবেদন করা হয়।
ওই বছরের ২৩ আগস্ট হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। এ রুলের ওপর শুনানি শেষে ৮ অক্টোবর রুলটি খারিজ করে দেন হাইকোর্ট। বর্তমানে মামলাটি সাতক্ষীরার আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করেন রাকিব। এই আবেদনের ওপর শুনানি শেষে আগামীকাল আদেশের জন্য রাখা হয়েছে।