সিলেট এমসি কলেজে ধর্ষণ, বিচার বিভাগীয় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

সিলেট এমসি কলেজ হোস্টেলে গৃহবধূ ধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় গঠিত ৪ সদস্যদের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরে তদন্ত দল এমসি কলেজ ছাত্রাবাসে এসে পৌঁছেন।

হোস্টেলের নবনির্মিত ভবনসহ বিভিন্ন হল পরিদর্শন করেন তারা। এসময় বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন।

এর আগে প্রতিষ্ঠানের অধ্যক্ষের সাথে বৈঠক করেন তারা। এরপর হোস্টেলে যান তদন্ত কমিটির সদস্যরা।

তদন্ত কমিটির প্রধান হিসেবে রয়েছেন সিলেটের জেলা ও দায়রা জজ মো বজলুর রহমান, অন্য সদস্যরা হলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো:আবুল কাশেম, অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিুনুন নেছা, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন নেছা। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার কথা রয়েছে।