অসাম্প্রদায়িক বাংলাদেশকে ক্ষত-বিক্ষত করার গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে সম্মিলিতভাবে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-৪ নির্বাচনী এলাকার দোলাইপাড়ে নির্মিতব্য বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে ‘মানবশৃঙ্খল’-এ বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান এমপি বাবলা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তরের মানুষদের নিয়ে মানবশৃঙ্খল কর্মসূচির আয়োজন করেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।
তিনি বলেন, ‘বীর বাঙালি যখন একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে, ঠিক সেই মুহূর্তে দেশের শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যবিরোধী গোষ্ঠী আবারও পবিত্র ধর্মকে অপব্যবহার করে বাংলাদেশকে ক্ষত-বিক্ষত করার ষড়যন্ত্রে লিপ্ত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে রুখে দিতে হবে।’
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, ‘যখন আমাদের দেশে একটি সাম্প্রদায়িক ধর্মান্ধ গোষ্ঠী পবিত্র ইসলাম ধর্মের অপব্যাখ্য দিয়ে ভাস্কর্য ভাঙার হুমকি দেয়, তখন তুরস্কের মতো একটি মুসলিম দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের ঘোষণা নিঃসন্দেহে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর মুখে চপেটাঘাতের সামিল। সেই দিন বেশি দূরে নয়, যেদিন গোটা দুনিয়ার স্বাধীনতাকামী মানুষের নেতা হিসেবে বিশ্বময় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপিত হবে।’
এ সময় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নাজমা খোকন, জাপার কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, ইব্রাহীম মোল্লা, ডিকে সমীর, আওয়ামী লীগ নেতা গিয়াসউদ্দিন গেসু, মাইনুদ্দিন চিশতি, বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, ফয়সাল চিশতী, ইন্দ্রজিৎ দাস, সুনীল টাইগারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা বক্তব্য দেন। মানবশৃঙ্খলে সহাস্রাধিক নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।