চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে বড় ধরনের ক্ষতি হয়নি, তবে ফায়ার সার্ভিস বলছে, দেশের এমন গুরুত্বপুর্ণ এলাকায় এ দুর্ঘটনা আরও বড় ঘটনার জন্ম দিতে পারতো।
রোববার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) ১ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের প্রিমিয়ার লিমিটেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান বলেন, ‘প্রিমিয়ার লিমিটেডের কারখানাটির মেশিনারিজ রুমে অতিরিক্ত তাপমাত্রা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি আরও বলেন, ‘আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি, তবে এই অগ্নিকাণ্ড থেকে চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের মতো গুরুত্বপুর্ণ এলাকায় বড় দুর্ঘটনার সৃষ্টি হতে পারতো। প্রতিষ্ঠানটির নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফায়ার সার্ভিসের তৎপরতায় এই দুর্ঘটনা রোধ করা গেছে।