কারা ফটকে বিয়ে করা সেই যুবকের জামিন

রাজশাহী কারা ফটকে বিয়ে করা ধর্ষণ মামলার আসামি  দিলীপ খালকোকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম শাহেদ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

উল্লেখ্য, খালাতো বোনকে বিয়ের প্রতিশ্রুতিতে দৈহিক মেলামেশা করেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সিতানাথ খালকোর ছেলে দিলীপ খালকো। এক পর্যায়ে ওই মেয়ে গর্ভবতী হয়ে পড়ার পর বিয়েতে রাজি হননি তিনি। পরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ড নিয়ে ২০১২ সাল থেকে কারাগারে রয়েছেন সেই যুবক। সম্প্রতি আসামি হাইকোর্টে জামিন আবেদন করলে সেই আবেদনের শুনানিতে আইনজীবী বলেন, ভিকটিম এখানে আছে। তারা বিয়েতে রাজি। এরপর আদালত কারাবন্দি আসামি ও ভিকটিমের মধ্যে কারা ফটকেই বিয়ের আয়োজন করতে রাজশাহী কারাগারের তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন। উচ্চ আদালতের এ আদেশের পর কারা ফটকে ৫ ডিসেম্বর বিকেলে বিয়ে সম্পন্ন করে কারা কর্তৃপক্ষ। এরপর বিষয়টি উচ্চ আদালতকে অবহিত করা হয়।