খাদে পড়া বাসের চাপায় মালিক নিহত

শরীয়তপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। বাসের চাপায় পড়ে বাসের মালিক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। আজ সোমবার বেলা সোয়া একটার দিকে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের সাকিম আলী চৌকিদারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর হাওলাদার (মাইজ্জা ভাই)। তিনি নড়িয়া উপজেলার ফতেহজঙ্গপুর গ্রামের আমজাত আলী হাওলাদারের ছেলে।

জেলা বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার বেলা সোয়া একটার দিকে হাওলাদার পরিবহন নামে একটি বাস জাজিরা মাঝির ঘাট থেকে শরীয়তপুর সদরের দিকে যাচ্ছিল।

জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের সাকিম আলী চৌকিদারকান্দি এলাকায় পৌঁছলে  যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। তখন বাসে থাকা বাসের মালিক জাহাঙ্গীর হাওলাদার (মাইজ্জা ভাই) বাসের নিচে চাপা পরে। এ দৃশ্য দেখে লোকজন এসে চাপা পড়া ব্যক্তিকে বের করেন। সেখানেই জাহাঙ্গীর হাওলাদারকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।