রাজধানীতে জেএমবির ২ সদস্য আটক

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দাওয়াতি শাখার দুই সদস্যকে আটক করেছে র‍্যাব-৮ এর সদস্যরা। গতকাল শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে বরিশালে র‍্যাব-৮ এর সদর দপ্তর থেকে ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারদের নাম মশিউর সিয়াম ও ইয়াসিন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‍্যাব জানায়, গোপন ত‌থ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণখানের হলান রোডের একটি বাসা থেকে মশিউর সিয়ামকে আটক করা হয়। এর পর তার দেওয়া তথ্য অনুযায়ী আদাবর থানার মুনসুরাবাদের এক বাসা থেকে আটক করা হয় ইয়াসিনকে।

র‍্যাব সূত্র আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবির কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আটকরা। তারা ঢাকা, মাদারীপুর, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় গোপন সভা, লিফলেট বিতরণ এবং অনলাইন প্লাটফর্মে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছিলেন। জঙ্গি কার্যক্রম পরিচালনার জন্য চাঁদা সংগ্রহের কথাও স্বীকার করেছেন তারা।