বাংলাদেশ আওয়ামী লীগ এর শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটিতে লিয়াকত আলী ভূঁইয়া

বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন রিহ্যাব এর সাবেক প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া।

রোববার (২৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত উপ-কমিটির তালিকায় লিয়াকত আলী ভূঁইয়ার নাম রয়েছে।

লিয়াকত আলী ভূঁইয়া বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রীর সাবেক পরিচালক ও বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল এন্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রীজ এসোসিয়েশন এর সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।

৬০ সদস্যের এ উপ-কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমদ ও সদস্যসচিব মোঃ সিদ্দিকুর রহমান।