এখনই থামতে চান না রোনালদো

দুই মাস বাদেই ৩৬ বছরে পা রাখবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই বয়সেও মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন পর্তুগিজ তারকা। অনেকের প্রশ্ন এভাবে কতদিন দেখা যেতে পারে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে।

কিন্তু নতুন বছরের আগে রোনালদো জানিয়ে দিলেন, এখনই থামতে চান না তিনি। আরো অনেক বছর খেলতে চান জুভেন্টাস ফরোয়ার্ড।

পর্তুগিজ তারকার কাছে, বয়স কেবলই একটা সংখ্যা। বয়সের চেয়ে মন ঠিক রাখাটা জরুরি বলে মনে করেন তিনি। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘বয়স বিবেচনা করার মতো বিষয় না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো মানুষের মন।’

এরপর রোনালদো যোগ করেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো ভালো কিনা সেটা বিবেচ্য নয়। কারণ কাল কী হতে চলেছে তা আপনি জানেন না। আমি এই মুহূর্তে বর্তমান সময়ে বেঁচে আছি। মুহূর্তটি দারুণ, আমি আনন্দিত বোধ করছি। আমি আমার জীবনের ভালো মুহূর্তগুলো অনুভব করছি I আশা করি, আরো অনেক বছর খেলব। তবে আপনি কখনই জানেন না (কখন কী হবে)।’

রোনালদো আরো বলেন, “এটা ফুটবল, আমরা জানি না আগামীকাল কী ঘটবে। আমি যখন ছোট ছেলেদের সঙ্গে কথা বলি, তখন আমি সবসময় বলি, ‘বর্তমান মুহূর্তটি উপভোগ করো, কারণ আমরা জানি না কী হবে’।”

নভেল করোনাভাইরাস অনেক কিছু বদলে দিয়েছে। প্রভাব রেখেছে ফুটবলেও। এখন ফাঁকা গ্যালারির সামনে লড়াই করতে হয় ফুটবলারদের। রোনালদো আশা করছেন, খুব দ্রুতই স্টেডিয়ামের দরজা খুলতে পারে, ‘মহামারি মানুষকে পাগল করে দিয়েছে। আমি আশা করি, দ্রুতই স্টেডিয়ামগুলোর ফটক খুলতে পারে। আমাদের এ নিয়ে বাঁচতে হবে, আমাদের একটি স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করতে হবে। তবে অবশ্যই আমাদের নিয়মকে সম্মান করতে হবে। ভক্তদের ছাড়া খেলা, আমি সত্যিই এটি পছন্দ করি না।’