সিলেট নগরীর বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিন আহমদের লাশ উত্তোলনের কার্যক্রম শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নগরীর নেহারীপাড়ায় আখালিয়া নবাবী মসজিদ কবরস্থানে গিয়ে রায়হানের কবরের চারপাশে ক্রাইম সিন ফিতা টেনে দেয়। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিবুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিনের উপস্থিতিতে লাশ ওঠানোর প্রক্রিয়া শুরু হয়। লাশ উত্তোলন করে প্রথমে সুরতহাল তৈরি করা হবে। পরে তা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে।
লাশ উত্তোলনের সময় পুলিশ কর্মকর্তা ছাড়াও স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরান উপস্থিত আছেন।
এর আগে গতকাল বুধবার রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন করে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এম: কাজী এমদাদুল ইসলাম।
এ ব্যাপারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন করব। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ময়নাতদন্ত সম্পন্ন হবে।