শাহরুখ জানালেন ছেলের মধ্যে অভিনেতা হওয়ার কোন স্পার্ক নেই

আমেরিকার সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সিনেম্যাটিক আর্টস থেকে স্নাতক হয়েছেন শাহরুখ খান পুত্র আরিয়ান। রবিবারের বিকেলে নিজের গ্রাজুয়েশন ডে-এর একটি ছবি পোস্ট করেছেন আরিয়ান। তিনি স্নাতক হয়েছেন মাসখানেক পেরিয়ে গিয়েছে।

ছবি পোস্ট করে আরিয়ান লিখেছেন, “বাধ্যতামূলক গ্র্যাজুয়েশন পোস্ট”। আরিয়ানের ক্যাপশন বলছে, “গ্র্যাজুয়েশন দিনের ছবি দিতে ভুলে গিয়েছিলাম। কিন্তু বেটার লেট দ্যান নেভার।”

বিশ্ববিদ্যালয় পড়তে আসার আগে আরিয়ান ও অমিতাভ বচ্চনের নাতনি নব্য নভেলি নন্দা সেভেনোয়াক্স স্কুলে একই সঙ্গে লেখাপড়া করেছেন। আরিয়ানের গ্রাজুয়েশন ডে-র পোস্ট করা ছবি রাতারাতি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। ২০১৯ সালের এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, আরিয়ানের অভিনয়ে আসার কোনও ইচ্ছা নেই। তার মধ্যে অভিনেতা হওয়ার সেই স্পার্কও নেই।

আরিয়ান ভাল লেখক হতে পারে বলে শাহরুখের মত। অভিনেতা হওয়ার ইচ্ছাটা ভেতর থেকে আসা দরকার। তা না হলে একজন জাত অভিনেতা হতে পারে না। অভিনয় যে আরিয়ান করবে না তা নিয়ে ১০০ ভাগ নিশ্চিত ছিলেন শাহরুখ। শাহরুখের কথায় আরিয়ান নাকি নিজেই সে কথা তার বাবাকে জানিয়ে ছিলেন।

শাহরুখ কন্যা অর্থাৎ আরিয়ানের বোন সুহানা খান লেখাপড়া নিয়ে ব্যস্ত আছেন নিউইয়ার্কে। তার ব্যাপারটা অবশ্য অন্যরকম। ২১ বছরের সুহানা ইতিমধ্যেই একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন। মাঝে মাঝেই তিনি সোশ্যাল মিডিয়ায় হট এবং লাস্যময়ী ছবি পোস্ট করে থাকেন। অভিনয় প্রতি যে তিনি আকৃষ্ট তা তিনি বুঝিয়ে দিয়েছেন। বাবার পথই অনুসরণ করতে চান তিনি। আর তাতে যে বাবার পূর্ণ সমর্থন রয়েছে তার বলার অপেক্ষা রাখে না। তবে আরিয়ানের ব্যাপারটা একেবারেই উল্টো।