নাটোরের লালপুর উপজেলায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে জ্যোৎস্না বেগম নামের এক নারী নিহতের পর তাঁর মেয়ে রোজিনা খাতুনেরও মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। উপজেলার গোধরা এলাকায় আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জ্যোৎস্না বেগম গলার অস্ত্রোপচার করাতে তাঁর মেয়েসহ পাবনা থেকে নাটোরের মিশন হাসপাতালে যাচ্ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আজ দুপুরে লালপুর উপজেলার গোধরা এলাকায় পাবনা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাস নাটোর-পাবনা মহাসড়কে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই জ্যোৎস্না বেগম নামের এক নারী নিহত হন এবং আহত হন আরো নয়জন।
খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় জ্যোৎস্না বেগমের মেয়ে রোজিনা খাতুনের। এর মধ্যেই দুর্ঘটনাকবলিত বাসটি খাদ থেকে উদ্ধারে অভিযান চালানো হয়।