নেত্রকোনায় ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত দুই

নেত্রকোনায় ট্রাক ও  অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় দুই নারীসহ ৩ জন অটোরিকশা যাত্রী আহত হয়। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বাংলা ইউনিয়নের বাংলা নয়াপাড়া নামক স্থানে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। 

নিহতরা হলেন- বাংলা গ্রামের মৃত চান মিয়ার ছেলে অটো ড্রাইভার কমল মিয়া (৩৫) এবং ঠাকুরাকোনা ইউনিয়নের নোয়া নগর গ্রামের মৃত ইউছুব আলীর ছেলে অটোযাত্রী জসিম মিয়া (৩৮)। তিনি সতরশ্রী সাদিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন।
নেত্রকোনা অতিরিক্ত সদর সার্কেল মোরশেদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বাংলা বাজার থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী সিমেন্টবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। 

পরে খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।