আলী যাকের বাঙ্গালি সংস্কৃতিকে প্রস্ফুটিত করেছেন: ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস

স্বাধীনতার পর সত্তর-আশি-নব্বইয়ের দশকে আলী যাকের শুধু বাঙালি সংস্কৃতিকে ধারণই করেননি, তিনি বাঙ্গালি সংস্কৃতিকে প্রস্ফুটিত করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আজ(শুক্রবার) বাদ আছর বনানী কবরস্থান প্রাঙ্গণে খ্যাতিমান অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা আলী যাকেরের নামাজে জানাজা শেষে তাঁর মরদেহে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

রণাঙ্গনের শব্দসৈনিক, বীর মুক্তিযোদ্ধা আলী যাকেরকে মঞ্চনাটকের দিকপাল উল্লেখ করে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, তিনি মননে মুক্তিযুদ্ধের চেতনাকে যেমনি ধারণ করছেন তেমনি শিল্প-সংস্কৃতিতেও মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যু আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

একুশে পদকপ্রাপ্ত নাট্যকার আলী যাকেরকে শূন্যতা পূরণ হবার নয় উল্লেখ করে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, আলী যাকেরের মৃত্যুতে আমরা গভীর শোকাহত, জাতি শোকাহত। আমি তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

অন্যান্যের মধ্যে ডিএসসিসি মেয়রের সাথে এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল উপস্থিত ছিলেন।