রাজধানীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। আনুমানিক ৫০ বছর বয়সের ওই ব্যক্তির পরনে ছিলো লুঙ্গী ও ছাই রঙের সোয়েটার। ময়না তদন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করছে পুলিশ।

ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ পুলিশ পরিদশর্ক (এএসআই) মোঃ মহিউদ্দিন জানান, আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

তিনি জানান, তাৎক্ষনিক ভাবে তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি পক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।