এবার আমেরিকার টি-টোয়েন্টিতে দল কিনছেন শাহরুখ

কলকাতা নাইট রাইডার্স তথা কেকেআরকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে যান বলিউড সুপার স্টার শাহরুখ খান। তাই এবার আমেরিকার মেজর ক্রিকেট লিগে দল কিনতে চান বলিউড তারকা। মুম্বাই মিররকে এমনটাই জানিয়েছেন শাহরুখ।

অবশ্য আগে থেকেই বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে আধিপত্য রেখেছে কেকেআর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছে শাহরুখের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। শাহরুখ খানই বিনিয়োগ করেছেন দক্ষিণ আফ্রিকার সুপার লিগে। এমনকি ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ লিগেও বিনিয়োগ করার চেষ্টা করছেন। যদিও টুর্নামেন্টটি এখনো মাঠে গড়ায়নি। এবার বলিউড তারকার ভাবনায় আমেরিকান লিগ।

এ ব্যাপারে মুম্বাই মিরর শাহরুখ বলেন, ‘অনেক বছর ধরেই আমরা কেকেআর ব্র্যান্ডটিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া শুরু করেছি। আমরা লক্ষ করছি, আমেরিকাতেও টি-টোয়েন্টি ক্রিকেট লিগ নিয়ে উত্তেজনা রয়েছে। আমাদের বিশ্বাস, সেখানে আমরা সাফল্য পাব। আমাদের লক্ষ্য পূরণ করার জন্য আমরা মেজর ক্রিকেট লিগের কর্তৃপক্ষকে রাজি করানোর চেষ্টা করছি। আশা করছি, সেখানে আমাদের পার্টনারশিপ ভালো হবে।’

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজারের এক প্রতিবেদন অনুযায়ী কেকেআর গ্রুপের সিইও বেঙ্কি মাইসোর বলেন, ‘আমেরিকাতে প্রথম সারির ক্রিকেট খেলা হয় না, কিন্তু ক্রিকেটের প্রতি যে ভালোবাসা রয়েছে তাতে ভারতের পর বাণিজ্যিকভাবে ক্রিকেটের দ্বিতীয় কেন্দ্র হয়ে উঠতেই পারে আমেরিকা।’